ঝলসানো এক আন্তঃনগরে স্বপ্ন শত ভগ্ন,
আধিপত্য আর ক্ষমতার লিপ্সায় স্বজাতি হয়েছে মগ্ন;
সাধারণ তো ক্ষমতা চায়নি, তবে তারা কেনো হয় বলি?
কত নীড়ের স্বপ্ন ভাঙিলে, ভরবে ক্ষমতার ঝুলি?
রোজ আমাদের স্বপ্ন দেখায় এক সংহতি বাংলার,
স্বাতন্ত্রের অব্দ পঞ্চাশ পেরোলেও উন্মুক্ত হয়নি দ্বার।
স্বাধীনতা মানেই শ্রদ্ধাঞ্জলি? স্বাধীনতা মানেই রক্তের ঋণ?
স্বাধীনতা মানে বিপত্তিশূন্যতা, অধিকার হবে সার্বজনীন।