নয়ন জলে বাসায় বুক
আপন জন সবে,
খেলা ভেবেই যেন সে
চলছে পালকী পানে।
বললেম,
বিদায় কি এমন, হয় কখনো?
বললো সে,
" রোজই তো খেলি,
ভাংগিও যখন তখন।
দেখবি, দৌড়ে আসবো বাড়ি
খেলা ভেঙ্গে ইচ্ছে মতন।"


আমিও ভাবি হয় যেন তাই
বরকনে আবার খেলবো দু'জন।


(অসমাপ্ত)