বুদবুদ উদ‌গিরনে
অনন্ত অ‌বিরাম দহনে
যেন আগ্নেয়‌গি‌রি এক
তু‌মি বিহ‌নে।
স্হির পাথর সম সময়
অমাবশ্যার অন্ধকারে ঘেরা, এ ধরা।


ক্ষণকাল প্রবা‌হে আজই
সম‌য়ের প্র‌য়োজ‌নে, ভাঙ্গা তানপুরায়
কত সুর যে উঠিল বা‌জি।


দৃ‌ষ্টি ফি‌রে পাওয়া অন্ধজন
যখন প্রথম মে‌লি‌বে নয়ন।
আলো আঁধার, আমারও তেমন।


তোমার শুণ্যতা পূর‌ণের নয়
সে কথা‌টিও মি‌থ্যে আজই।
তু‌মি আর তুমি নও...
বাঁ‌কে বাঁ‌কে একেক জন,
শূ‌ন্যতা পূর্ণ প্রায়,
তোমার শূন্যতা শুধুই স্মৃ‌তি,
স্মৃ‌তিই শুধু তু‌মি এখন।