নেই মাত্রা করি যাত্রা
হোক সে দিবা- রাত্রী,
যদিও পথভ্রষ্ট তবুও গাহি স্পষ্ট
সফল, আমিই সফল যাত্রী।


স্বজনের সমৃদ্ধি নিজের উন্নতি
দেশের যতই হোক ক্ষতি,
লজ্জা ফেলে তাই তবুও লিখে যাই
সফল, আমিই সফল মন্ত্রী।


নেই লাজ, যদিও বুঝিনা কাজ
পদায়ন-পদবী তবু চাই আমার
মন যাহা চায় করে ফেলি তাই
গ্লানি মুছে, শুধু বলি বারেবার
সফল, আমার সফল সরকার।


নিজের ঢোল নিজেই বাঁজাই
নিজের গানে নিজেই করি নৃত্য,
যত্রতত্র করি প্রচার, নিজের প্রাচীরপত্র।