চির যৌবনা সাগর মাঝে
শনশনিয়ে বাতাস এলো,
আপন মনে কিছু পানি
বাষ্প হয়ে উড়ে গেলো।


দূর আকাশে নয়ন মেলে
দেখছে শুধুই মেঘের মেলা,
বাষ্পগুলোও মেঘ হয়ে
মেঘে মেঘে করছে খেলা।


স্বপ্ন এলো কৌতুহলে
মেঘের মতই মেলবো ডানা
যাব ছুঁটে দূর অজানায়
মানবো নাকো কোন মানা।


শোন! আকাশে ঐ গর্জন ধ্বনি
বিজলী চমকায়ে করছে দহন
সুন্দুরী মেঘ আঁধার কালো
ক্রন্দনে তার ভূ-তল প্লাবন।


দেখ চেয়ে ঐ নীড়ের টানে
ছুঁটছে পানি সাগর পানে
ভাবছি বসে বিষন্ন মনে
আমার, আসল বাড়ি কোনখানে?


ডুকরে ডুকরে কাঁদছে অন্তর
এ যেন সেই মেঘের গর্জন
নয়ন জলে বুক ভেঁসে যায়
খরা বুকে কষ্টের প্লাবন।


পাবো বলে সব হারালাম
শৈশব কৈশর, সোনার যৌবন
মেঘের মতই আমার বুকেও
জ্বলছে আজই একই দহন।