প্রমত্ত তু‌মি,
প্রবল উত্তেজনায়
উথ‌লে উঠে‌ছে ঢেউ
সবই দোলায়, ভাসায়।

দো‌লি ঢেউ‌য়েরই তা‌লে
ভা‌সি তোমারই জ‌লে
হা‌রি‌য়ে যাই অজানায়
মন চায়না ফির‌তে কূ‌লে।


‌কিছু ভয়, কিছু সংশয়,
‌নিষ্কৃ‌তিরও নেই যে উপায়।,
‌লোক লজ্জা ভয়
ক‌রিয়া ব‌লিদান,
‌তোমা‌তে বি‌লীন অব‌শে‌ষে,
মন, মা‌নে‌নি কোন নিবারণ।


‌বিশালতায় তু‌মি যেথা মহাসমুদ্র,
আ‌মি সেথায় নু‌ড়ি কণা মাত্র,
স্পষ্টতই অতি ক্ষুদ্র।
‌হেথা, তু‌মিই আমার সমুদ্র।