দুর্ভিক্ষ নয় তবুও মনে হাহাকার।
প্রাচূর্যেও অভাব কি শুধুই সবার?
হীনমন্যে দেখি শুন্য, শত পূর্ণতায়।
পাই যত ততোধিক, তারও অধিক
চাই, কেবলই চাই, হলেও অন্যায়।
হায়! ছি! ছি! এ কত যে, নির্লজ্জ প্রত্যয়।
বিবেকহীন বেহায়া, লোভে পথভ্রম,
মানুষ, যে কহে তারে, সেও পশু সম।


পশু সম নয় ওরা, পশুর অধম।
মানুষ কি হয় কভু, পশুর সমান?
ধর্ম-কর্ম নেই যেন, যে যার মতন,
অধর্মকে ধর্ম বলে, করছে গ্রহণ।
মানুষেরে পশু সম, কি করে তা বল?
পশু তার কর্মে-ধর্মে, সদা অবিচল।


(সনেট লিখার প্রথম প্রয়াস,
এ দুঃসাহসিকতা ক্ষমিও আপন ক্ষমায়।)