বিন্দু থেকে নিন্দুকের সমালোচনায়
সিন্ধু থেকে সিন্দুকের চাবির গোছায়
সর্বত্ত তুমি,
তোমাকে দিয়েছি যে ভুল
সেই কূলে ভাসছি আমি
অথৈ জলে ডুবে মরে খাবিখাচ্ছি আমি
কি সে হাওয়ায় দুলছো
এসো এই প্রাণে
জলফড়িং এর ন্যায় ভেসে
অভিমানী মুখের আদলে আঁকা জলরঙ্গে
এই প্রণয়ের শেষ বেলার ঝুম বৃষ্টি বেশে
সেই বিন্দু থেকে নিন্দুকের চায়ের টেবিলে
ধোয়ার ধোয়ার ভেসে বেড়ানো তারুণ্যের প্রতি চুম্বন রেশে
এসো এই বৃত্তে