বালিকা,শুকনো পাতার মড়মড় শব্দের হাহাকার দেখেছ
,শিতের কুয়াশার আচ্ছাদনে জড়িয়ে থাকা শিশিরে পা ভিজিয়েছ
কখনো কি মনের গহীনে কোনো একাকীত্বের কান্না শুনেছ
লাশের স্তুপে ফেলে আসা সে ব্যর্থ প্রেমিকের অতীত ভেবেছ
জানি এ তোমারি স্বপ্ন নয়,
যেখানে তুমি আছ একান্ত
যেখানে তোমার দিন হবে শুন্য,
কখনো পুন্য হবে অজস্র ঋণে
রাতের অন্ধকারে সেই সোডিয়াম আলোয় ছুঁয়ে
তুমিও হবে অমর,কোনো অচেনার হাতে
মিলে যাবে ছায়ার সাথে,কোনো অজানার পথে
এইতো ছিল বলে, কেড়ে নিলে কান্না,যন্ত্রনা,আর ভুলে
যে বন্ধ চোখের আড়ালে, এখনো দ্বীপ জ্বলে
সে চোখের সাধ নিয়েছ কেড়ে,
এটাই তুমি!!
সেটাই তোমার অস্তিত্ব,