তোমার নামে পচন ধরেছে শরীরে শরীরে
ক্ষত বিক্ষত মনে তুমি জ্বালাও ছারপোকা
রক্ত খেকো বিষণ্ণ ক্ষণে
ভাষায় ভাষায় বিষ ঢেলেছ
গহীন অরণ্যের মায়াজালে
কি অহংকারে, বলি হবে দেশের পাঠা
শুকনো আবর্জনায় ফেলেছে দেশপ্রেম
শত শব্দের বাহারেও এত অবহেলা
দেখো,
রক্ত এখনো শুকায় নি,তাজা প্রানের
চত্বর থেকে উদ্যানে ,
ধুলোমাখা শহরের অট্টালিকায়
কত আবেগ,কত স্বপ্নের উচ্ছ্বাসে
২১ মানেই কি ফুল বেচা কেনা
২১ মানেই কি স্মৃতিচারণ করা
নাকি পরগাছায় ভর করেই,২১ জাগ্রত করা
শক্তি নয় শপথে শপথে ,
অজস্র ত্যাগের বিনাশ ক্ষণে
চেতনা না কি শুধুই আধুনিকতায়


(বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও ব্যবহার প্রসঙ্গে)