যদি আমার চোখের জল
তোমায় কাঁদায়
তবে আড়াল করে, আঁচলে ঢেকে
মুখটি লুকিয়ে রেখো
যদি স্বপ্ন নামে কোনো কিছু তুমি
দেখে থাকো
তবে জ্যোৎস্না রাতে আমার কথা একটু মনে রেখো
যদি আমার কথা তোমার মনে কষ্ট বেড়ে দেয়
তবে আমার দেওয়া কাব্যগুলো তুমি ছিঁড়ে ফেলো
যদি আমি চলে যাই তোমার ঐ স্বপ্নপুরী ছেড়ে
তব এতুমি কিন্তু তা হাসি মুখে গ্রহন করে নিও
আমি বেঁচে থেকে দিতে চাই না কষ্ট বহু তোমায়
কারণ
তোমায় ছাড়া আমার দেহ শুন্য মনে হয় ...