শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ পাগল
মোঃ তবিবুর রহমান হৃদয়


শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ পাগল
.              ছিলেন ওয়াসকারনি।
তাহার মুখের বত্তিশটি দাঁত
                  একটাও রাখেননি।
শুনে দান্দন শহীদের কথা
              মনে তার ভীষণ ব্যথা।
কোথায় পাবে নবীর দেখা।।
নবীর প্রেমে ভাঙলো সে দান্দন সকল।
নবীর শ্রেষ্ঠ পাগল নবীর শ্রেষ্ঠ পাগল।।


তার অন্তরে নবী ছিলো
       তাই সে নবীর জুব্বা পেলো।
হানজালা পাগল ছিলো
          নবীর প্রেমে জীবন দিলো।
জান্নাতে তার গোসল দিলো।।
                      ফেরেস্তা সকল।
নবীর শ্রেষ্ঠ পাগল নবীর শ্রেষ্ঠ পাগল।।


পাগল ছিলো আবু বক্কার
                   ওসমান গণী, ওমার।
ধন সম্পদের পাহাড়
                  বিলিয়ে দিলো তাহার।
অর্ধ পৃথিবী শাসক ছিলো।।
                     খেজুর পাতার মহল।
নবীর শ্রেষ্ঠ পাগল নবীর শ্রেষ্ঠ পাগল।।


তারিখ-২০/০৪/২০২৪
গাজীপুর,ঢাকা