গোলাপী ওই নয়ন তোমার, ভালবাসার
    ফাগুনী ওই  চাহনি তে কি যে তুফানি চমক
কালো ভ্রমরার  মতো কেসের বাহারে হাবুডুবু                  
                  খাই   প্রেমে ....
          তুমি কে ওই গোলাপী  নয়না ...
   না ভালবেসেও তোমায় থাকতেও পারিনা
            কি করি , মাতাল হই তোমার
                 গোলাপী  নয়ন নেশায়|
            
        ব্যভিচার স্বপ্ন আমার , লজ্জা বাস্তব
  তবু কভু না চেয়েছি পরিত্রান বলি করে কলরব
    আমি তোমার ওই  দৃষ্টিজালে , বাক্যবাণে
     বারে বারে ছুটি পিছে তোমার  মিছে মিছে
   কিছু তো বলার ছিল জানি এ মন মরুভূমির|


  সখী শুনে যাও , একটু দাড়াও সুবাস তোমার
   আসে ভেসে,যাই ভেসে আমিও সেই বাতাসে
        ওই চাঁদের হাসি আজ ও ভালবাসি
              জানি তা সর্বনাশা, তবুও  ....
            
        একদিন হাতে হাত , চমকে হটাৎ
  হাসি ওর হাসি আমার চোখে চোখ একাকার                    
                     মিলেমিশে
    হালকা গোলাপি আভা খেলে যায় গালে
   ডুবছিলাম দুজনে ভালোবাসার গভীর অতল  তলে|


     কিছু নেশার  কেটে যাওয়া সে সময় মধুর
      আজও মনে পরে  বৃষ্টির সিক্ত সমীরে ...
     প্রেমের  জলকণাগুলি ঝরে পড়ে আমার       হৃদয়ের ঘাসের ওপর |


   মনে পড়ে , যেদিন তোমার গোলাপি নজরে
    নিজের অগোচরে নজর  মিলেছিল আমার
  ঘুম নেই রাত  বড়ো , অযথা জেগে থাকা মিছে
     আজ সে রাত নেই , নেই আকাশে চাঁদ
     রিক্ত আকাশে তাকিয়ে উড়ে চলা মেঘে
         যখন তোর অবয়ব আসে সামনে  
   মনে পড়ে যায় তোর  গোলাপি আঁখি-তুফানী ঠোঁট
   প্রেম ভাবনায় ডুবতে থাকি অতলে তোর -
ভালোবাসার  অন্ধকার   গলিতে , ধীরে ধীরে|