গভীর সমুদ্রের ঢেউ ছিল তোর চোখের পলক   দিবা নিশি ওঠা পড়া  দেখত আমার নয়ন ..        চকিতে হারিয়ে যেতাম প্রেম নজরের দুর্নিবার                  ঘূর্ণিপাকে .....
তোর ওই "মোনালিসা"ময় তীক্ষ্ণ হাসির ছুরি
করত আহত রিদয় আমার    লাগত যেন শক্তিশেল ...
এইভাবে ধীরে ধীরে  হয়ে  উঠলি তুই  আমার  কাছে  এক  আলো আধাঁরির  ছায়াময়   অর্ধপ্রেম  কাব্য|


আর এই কাব্যের কিছু তোকে  দেখাতাম  শোনাতাম বোঝাতাম ছলে  বলে কৌশলে ...   তুই  বুঝেছিলি জানতাম কিন্তু আমি বুঝতে পারতাম না  জেনেও যে চাঁদেও কালিমা থাকে  আর তুই  তো সামান্য এক  ছলনাময়ী ললনা ..
কিন্তু ভালোবেসেছিলাম তুই  জানলিনা আর  জেনেও বুঝলিনা কারণ তুই  ও আমায় প্রতারক ভেবেছিলি|


আজ  আমি  গড়তে পেরেছি ফারাক "প্রিয়া" আর   "প্রিয়তমায়"
আজ আর  নেই ভালবাসা ..... শূন্য  প্রেম  প্রীতি  আরাধনা  ...
আজ  আমিও প্রেমের দালাল ভালবাসার  জুয়াড়ি  .... দোষ তোকে দেবোনা ..
জানি   এ  আমার   "প্রেমদক্ষিনা" |


ভালবাসার অন্ধকারে চেয়েছিলাম জালাতে
  আলো
বন্ধু  সেই  আলোতে  হলো নষ্ট আলেআর সৃষ্টি  
দিবানিশি প্রেম কাব্য   লেখা   ব্যার্থ ....


তবুও,  এখনো কেন তোর নয়ন  সাগরে  যাই ভেসে ঢেউ  হয়ে
অসম্পৃক্ত হৃদয়ে , ধীরে ধীরে ডুবতে থাকি ...
দুর্নিবার "নষ্টামির"  ঘূর্ণিপাকে |