আমি তোমায় খুঁজেছি পাহাড়ি সমতলে,
মরুর তপ্ত বালুতে, সিন্ধু-সিংহলে,
সঙ্গিতে, জ্বলজ্বল করা নক্ষত্রের মাঝে
অসংখ্য প্রদীপ জ্বেলে সাঁঝে।


আমার নিঃশ্বাস পড়েছে তোমার বুকেতে
তুমি দুলে উঠেছো মন-আকাশ মেঘেতে।
আমি কল্লোলে মেতেছি,
তরুতে গেয়েছি,
প্রেমের সলীলে ডুবেছি-
তুমি অশান্ত করেছো আমায়
মোহনায় মিলিত নদীর মতো ইশারায়;
করেছো আমায়  প্রেম  দাস  বাজিয়ে মরণবীনা
আমার জীবন স্বপন অনুভব জুড়ে শুধু তুমি  আছো- তুমি থাকবে মধুলিনা|


চন্দ্রের শুভ্রতায় চেয়ে দেখেছি
সেখানেও তোমায় খুঁজে পেয়েছি;
আমি খূঁজেছি বনানীর বুকে
একাএকা সুখে-দুঃখে
নদীটির ঢেউ গুনে গুনে মাঝির চোখে;
সবুজের ছায়তলে দাঁড়িয়ে
একগোছা রজনীগন্ধা নিয়ে
নিবেদন করিতেছি ভালবাসা আলোতে হারিয়ে।