পুলকিত হই রোজার আগমনে
সে তুমি একা নও আমরা সর্বজনে
এ অভিমত ব্যক্ত কী বিশেষ কারণে?


অভুক্ত থাকার মিলে ধর্মীয় স্বীকৃতি
তারি সাথে বাড়ে পুণ্যের ব্যাপ্তি
কিছুটা হলেও মনে বিরাজমান প্রশান্তি।


এসব তো জানা কথা সকলের তরে
খোলাসা করো, উদ্দেশ্য কী রয়েছে নিগূঢ়ে!
সারাটা বছর থাকি অনাহারে


প্রায় সকল দিন একরকম রোজা রেখে
কখনো একবেলা. কখনো দুবেলা, কখনো বাসি মুখে
আবার কখনো দিন পার করি শুধু অন্ন দেখে।


স্বীকৃতি মেলে না তখন অভুক্ত থেকে
ক্ষুধার তাড়নায় মরি ধুঁকে ধুঁকে
চাপড়াই বুক নিদারুণ শোকে।


যখন পাশ কাটি কোনো উনুনকে
ক্ষুধা নিবারণে চেষ্টা রান্নার ঘ্রাণ শুঁকে
জীবনটা এমনই গৎ বাঁধা ছকে।


রোজার যে মহৎ লক্ষ্য
তোমরা তাকে করে কটাক্ষ
উদরপূর্তি না হয় এ মাসে দূরেই রাখো।


না খেয়ে একবেলা
পুষিয়ে নিচ্ছ খেয়ে অবধি গলা
হরেক খাবারের বসাচ্ছ মেলা।
খেতে করি না বারণ
একবেলা না খাওয়ার কারণ
যে কষ্ট করলে অনুধাবন।


আমাদের কথা রেখে স্মরণে
তোমাদের সাথে অংশগ্রহণে
সুযোগ দাও ক্ষুধা নিবারণে।


তৃপ্তিতে ভরে যাবে মন
যদি দেখি সারা বছর-সন
করছ তার অনুশীলন।