মোহনমাঝি, আমি ভালো আছি ।
পঁচিশটি বসন্ত পেরিয়ে আসা জীবনে
সব-ই আছে আমার ।
হালকা আলোর স্পটলাইট, স্তোক, স্তুতি, দ্রোহ,
বারবার জেগে ওঠা,
স্রোতকে প্রত্যাখ্যান করার এক অমোঘ আকর্ষণ-- সব ।

আমি ভালো আছি ।
স্বজনের সুখে অসুখও আছে, আর
অসুখের শোকে গড়া এক ম্যানশন- ফসিল ।
আছি আমি, স্বজন-- আর বিদ্বেষ ।

এভাবেই ভালো থাকে দেশ ।
ভালো থাকে ঈশ্বর-- অভিনয়ে ।

সব-ই আছে, শান্তি-ই ভবঘুরে দীন ।
তাই সব-ই আছে শব হয়ে, ক্ষোভ মেখে ।

সব নিয়ে ভালো থাকা সময় এ নয় ।
এ সময় বেপরোয়া স্পর্ধার ।

জানি সময় পুষিয়ে নেবে শোক ।
শান্তিও ঘরমুখো হবে ।
আর,
শব্দের অস্তিত্ব খুঁজবে হাভাতের মতো-
আমার নৈশব্দের নীলে- অবেলায় ।