মেধার গায়ে শিক্ষার প্রলেপ লাগেনি ।
ব্যাকরণের সংযম হাঁটেনি ঋজুপথে ।
অভিকর্ষের অহমিকায় অধরা যে অতীত,
তার গর্ভজাত বর্তমানও বোহেমিয়ান ।
অসন্তোষের অভিশপ্ত পদাবলীর বহনবিশ্বে
হোঁচট আসে নি:শব্দে বারবার ।
মুখ থুবড়ে পড়ার আয়োজন প্রতিপন্ন করে
এক অসম্পূর্ণ আমিত্ব,
অশিক্ষার অর্ণব চষা ক্লান্তের হাহাকার,
ঐতিহ্যবাহী স্তোকের সারাৎসার ।


বৃত্তের বোধে পূর্ণতা যদি নামে,
কাঁধে যদি প্রত্যয় রাখে হাত,
সম্পূর্ণের অনুভবে ঈশ্বর হবে সেই ।


জানি যাত্রা হবে শেষ ।
তবুও তো পূর্ণতায়...