ব্যাপক সেজেছিলে সেদিন।
সূর্যের ঝড় আছড়ে পড়েছিল কনীনিকায়।
এলো চুলে সন্ধ্যা নেমেছিল,
তুমি আকাশ মেখেছিলে গায়।


সীমান্তে ছিল না কাঁটা-তারের বেড়া।
নি:শ্বাসে আর্দ্রতাও ছিল উধাও।
তুমি উজাড় হতে চেয়েছিলে,
আমি অসাড় হতে চেয়েছি ভালোবাসায়
শুধু ভালোবাসি বলে।


আমার...
আমার নিরুত্তাপ কামনায়ও ভালোবাসা ছিল।
ভালোবাসায় ছিল না শুধু গর্ভ ছুঁয়ে ফেলার তীব্রতা।