ভালোলাগাকে ভালোবাসতে পারিনি।
কত বসন্ত বন্ধ খামে এসে ফিরে গেছে।
আমার উদ্বাস্তু পৃথিবী ঠিকানা করতে চায়নি হিসেবী মন।
ফাগুনের আলতো ছোঁয়া মরুভূমিতে সুনামি এনেছে,
আর নিথর দেহ ঠোঁটে চেয়েছে বৃষ্টিভেজা আগুন।
ঘন বিকেলে প্রত্যাশার গায়ে কুয়াশা ছেয়েছে,আর
আমার অভিমানী একলা আকাশ
মেঘের চাদরে মুখ ঢেকেছে;
ঢেকেছে বিবর্ণ জীবনের ব্যঞ্জিত শূন্যতা।
মাস্কারামাখা সন্ধানী চোখে সে যে শ্মশান দেখেছে,
জীবনের ভাষা দেখেনি।