। জুনেইদ।


ঘুমাও কিশোর তুমি, অশান্ত কবরে।
তোমাকে পাবে না আর ঈদে ওঠা চাঁদ।
যে দানব পেয়ে গেছে রক্তের স্বাদ,
পৌঁছাবে তার থাবা প্রতি ঘরে ঘরে।


ধর্ম হয়েছে আজ জল্লাদী খাঁড়া,
যে যত কোতল করে সে তত মহান
ঈশ্বর টুকরোতে ভেঙে খান খান,
ধর্ম হয় না নাকি নরবলি ছাড়া।


জল্লাদ নিয়ে নিলে ধর্মের ঠেকা
ধর্মসাধন হয় হত্যারা তবে,
কত আর মেনে নিয়ে কোণায় লুকোবে,
খুনী নিয়ে নেবে রোজ নয়া মুচলেকা।


প্রশ্নটা হিন্দু বা ইসলামী নয়,
সহজ সওয়াল সব মানুষের কাছে
ঝলসালো যে কিশোর ধর্মের আঁচে
আর কিছু ছিলো না কি তার পরিচয়?


যে বাপের ঘর খালি, যে মায়ের কোল,
হে দেশ , ভুলাবে তাকে কোন স্তোক দিয়ে?
যে আগুন জ্বলে আজ ধর্মের ঘিয়ে,
নেভাবে কি দিয়ে তাকে হলে দাবানল?


এবারে বন্ধ হোক মাংসের ভেদ,
এবার উজানে চলো, ক্লান্ত স্বদেশ,
আলো হোক, আঁধারের যুগ হোক শেষ
ঘুমাও দেশের ছেলে, কিশোর জুনেইদ।


আর্যতীর্থ