।উস্কোখুস্কো লোকটা।


উস্কোখুস্কো লোকটা এসে,
খুকখুকিয়ে মৃদু কেশে ,
        আমার দিকে তাকিয়ে বলে, ‘ কেমন বাঁচেন’?
একেই তো নয় চেনাজানা,
কথার ছিরি বিনঠিকানা,
        অন্তত তো বলতে হতো ‘ কেমন আছেন!’
কুঁচকে ভুরু যেই তাকালাম,
উস্কো করেন ঝুটো সেলাম,
        বলেন  প্রশ্নে লাগলো কি ঝটকা?
বাঁচার এখন নানান প্রকার,
টেক্কা দুরি কিংবা জোকার,
        আপনি যে কি সেটাই তো খটকা।’
আমি বলি মানেটা কি,
আপনাকে কি জানি নাকি,
        গায়ে পড়ে বলেন আজেবাজে,
বলার কিছু থাকলে পরে,
বলুন সেটা খোলসা করে,
          তাড়ায় আছি, যেতে হবে কাজে।
উস্কো বলেন ভাবুন দেখি,
এই যে ভানেন কাজের ঢেঁকি,
          লাভের গুড়ে ভাগ কি কিছু আছে?
নাকি সেরেফ হুকুম চাকর,
স্যুট টাই কোট পরা হাঘর,
           শুধু যে লোক তামিল করেই বাঁচে?
আমি বলি চুলকে মাথা,
ধরুন নাহয় কথার কথা,
         যেমন বলেন তেমন আমার বাঁচা,
দিনকাল নয় তেমন ভালো,
পাশবই সব অগোছালো,
          হুজুর যেমন বলেন তেমন নাচা।
তিনি বলেন এমন যদি,
কাজ করে যান নিরবধি,
          লাভের বেলায় বাতিল পুরোপুরি,
ভালো করে দেখুন ভেবে,
বাহান্নটা তাস হিসেবে,
          যুগের খেলায় আপনি করুণ দুরি।
আমি বলি আর যারা সব,
কাজে করেন অন্ডপ্রসব,
         অথচ বেশ ক্ষীর খেয়ে যান চুপে,
একটুখানি ব্যাঙ্গ হেসে,
উস্কোখুস্কো বলেন শেষে,
          তারাই মশাই টেক্কা তো তুরুপে!
খেটে যাবেন যতেক দুরি,
টেক্কা খাবেন লাভের গুড়ই,
           এটাই নিয়ম এখন ভবের হাটে,
আপনি যখন জীবন খোঁটেন,
বাজার গিয়ে চমকে ওঠেন,
          ঢেঁকুর তুলে তারা আঙুল চাটে।
আমি বলি কিছু লোকে,
বিরুদ্ধতার তালটি ঠোকে,
          প্রতিবাদে শানিয়ে তোলে গলা,
মানছে না যে টেক্কাবিবি,
কথায় কাজে নয় হিসেবী,
           তাকে কি তাস তবে যাবে বলা?
এমন কথায় উস্কোখুস্কো,
একটু হলেন অন্যমনস্ক,
           চেষ্টা করেন উঠতি আবেগ রোখার,
হঠাৎ হয়ে উত্তেজিত,
বলেন খেলা শেখেননি তো,
           এই দুনিয়া তাদের বলে জোকার।
মাঝে মাঝে ভাগ্য হলে,
এই পৃথিবীর কপাল খোলে,
            জোকারই দেয় টেক্কাকে ট্রাম্প করে,
নচেত দুরি খোঁটায় বাধা,
কলুর বলদ কিংবা গাধা,
           টেক্কাঘরে লাভ যায় পাম্প করে।
আমি উঠে সেলাম ঠুকি,
পায়ের ধুলো নিতে ঝুঁকি,
            বলি আপনি কে তা বলুন আমায়,
দুড়ুম করে গেলেন নেমে,
দেখতে পেলাম কোনোক্রমে,
             হাজার জোকার ঝলসায় তাঁর জামায়।


আর্যতীর্থ