। ইউ এস বি চার্জার।
  
গুছাও । গুছিয়ে নাও আখের হে যার যার।
জীবনে বনতে শেখো ইউ এস বি চার্জার।
ফাঁকতালে যেও ঢুকে যে কোনো ফোকড়ে,
চুপিসারে চুষে নিও এনার্জি শোঁ করে।


ঝালে ঝোলে অম্বলে ,কালিয়া বা কাবাবে
স্যুট করে তুলে নিও যেখানেতে যা পাবে।
যেখানে ছিঁড়বে শিকে সেথা হও মার্জার
সর্বঘটের কলা ইউ এস বি চার্জার।


প্লাগ হতে পারে গোল, চৌকো বা লম্বা
সুযোগ জীবনে আসে হরেকরকমবা।
জায়গা কখন ফাঁকা রেখো সেটা খেয়ালে
টিপ করে ঠিকঠাক সেঁটে যেও দেওয়ালে।


কোনো এক কালে ছিলো স্বপ্নরা সীমিত
চার্জার হতো না সে মোটে বহুগামী তো।
কলিযুগে ধর্মের কথা চোরা কি শোনে
যেখানে ভরবে পেট গোঁজে তারই পিছনে।


সময়টা ভালো নয় ,যুগ দেয় কাঁদিয়ে
মুশকিল চললে হে এক নাওয়ে পা দিয়ে।
টিভিতে নায়কও বলে মেক ইট লার্জার,
এই যুগে হওয়া ভালো ইউ এস বি চার্জার।


আর্যতীর্থ