। নেরুদার অনুবাদ।
   ( You start dying slowly)


বাঁধাগতে রোজকার থোড় বড়ি খাড়া,
স্বপ্নগুলোয় লাগু রুটিনপাহারা,
নতুন ভ্রমণে আর  আগ্রহ নেই
বস্তুত নেই কোনো বিদ্রোহতেই,
বই পড়া মানে যদি নষ্ট সময়,
নিজের জন্য ভাবা যদি অপচয়,
রোজ পুবসূর্য’য় আশা যদি ফিকে,
মৃত্যু ঝুঁকেছে তবে জীবনের দিকে।


নিজেকে সম্মান দিতে ভুলে গেলে কেউ
জীবনের মানে আর থাকে না আদৌ
বিপদ হঠাৎ এলে হাত না বাড়ালে
অথবা বিপদে শুধু নিজেকে বাঁচালে
ছকের জীবন ঘোরে চেনা আঙ্গিকে
মৃত্যু ঝুঁকেছে তবে জীবনের দিকে।


যদি স্থবির যাপন চেনা অভ্যেসে মোড়ে,
সোম থেকে রবি পথ বৃত্ততে ঘোরে,
রুটিনের না খসলে চুন পান থেকে,
আয়না বিরক্ত হলে একই রঙ দেখে
যদি অচেনা সঙ্গী হলে পড়ো বেগতিকে
মৃত্যু ঝুঁকেছে তবে জীবনের দিকে।


আবেগরা ভোঁতা হলে জীবিকার ভাঁজে
চোখের জল বা হাসি মনে হলে বাজে,
যদি বানভাসি না হয় বুকের ভেতরে,
সীমানা ডিঙিয়ে যেতে বড় ভয় করে
অপছন্দের সাথে থাকো যদি টিঁকে,
মৃত্যু ঝুঁকছে তবে জীবনের দিকে।


ঝুঁকি নিতে ভুলে গেলে জীবনসফরে,
স্বপ্নরা মরে যদি যায় বেঘোরে,
অতৃপ্তির সাথে যুদ্ধ না হলে
চিন্তারা চলে গেলে হতাশাদখলে,
যখন দুনিয়া করে নিষেধ তোমাকে
অন্তত একবার ঠেলে ফেলে তাকে,
না যদি করে থাকো সেই কাজটিকে
মৃত্যু ঝুঁকছে জেনো জীবনের দিকে।


আর্যতীর্থ