। তেষট্টি।


অভিনেতা বেচেন ওষুধ, দেশে আইনসিদ্ধ সে,
ডাক্তারে যেই বলবে কিছু, সেটা নাকি ঘুষদোষে।
কোন ব্র্যান্ডের মূল্য কত, ঠিক করে দেন সরকারে,
লিখলে আবার তাঁরাই চেঁচান লিখছে বিনা দরকারে।
এমন কতই ছড়িয়ে দেশে, আজব হলেও এ সত্যি,
তিন গুণিতক একুশ হয়ে, আইন এখন তেষট্টি।


খেলোয়াড়ের জ্ঞান আছে বেশ, সিমেন্ট থেকে টি এম টি,
ক্রিকেট খেলে সব বেচা যায়, কেমন মজার নিয়মটি।
ইঞ্জিনিয়ার স্থপতিগণ, আপনারা সব হটুন দূর,
সেলিব্রিটির কথাই ধ্রুব, এদেশ এমন আজবপুর।
অজ্ঞানীদের ভরসা করা, এই অসুখের কি পথ্যি,
তিন গুণিতক একুশ হয়ে , আইন এখন তেষট্টি।


কয়েদীরাও লড়তে পারে জেলের থেকে নির্বাচনে,
আইন বোধহয় বেআইনিদের কথা এখন বেশি শোনে।
দুষ্কৃতি কি ধরবে পুলিস, নেতা তাদের বুকপকেটে,
অসৎ হলেও নেই পরোয়া, সৎ মানে সে খালিপেটে।
বিচার চেয়ে ঘুরে ঘুরে, গরীবরা পায় ক’রত্তি,
বড়লোকের আইন এখন, তিন একুশে তেষট্টি।


নেতার গাড়ি গেলেই দেখি,  বাকি গাড়ি থমকে সে,
ট্রাফিক আইন পৃথক তাঁদের, আছে এমন কোন দেশে?
সব ঘোটালাই ঘাঁটলে দেখি, রঙের ঘাটে টিকি বাঁধা,
তদন্তে তাই হালে পানি, পায়না কোথাও রাজপেয়াদা।
আমজনতার গান্ধারী চোখ, বেদম ভয়ের সে পট্টি,
একুশে নয় , তিন গুণিতক, আইন এখন তেষট্টি।


আর্যতীর্থ