। সুখ।


সুখ বেচে সে  ঘুপচি ঘরে দুঃখ শুধু জোটায়
পাপড়ি মুড়ে ব্যস্ত সবাই ফুলের মধু লোটায়।
ফুলের মধু  সস্তা খুবই ঘন্টা পিছু রেটে,
পয়সা দিলে সব মাছিরাই দেখতে পারে চেটে।
চেটেপুটে মধু খেয়ে ফিরলে মাছি বাসায়,
গেরস্থালি বসে থাকে সঙ্গ পাবার আশায়।
সঙ্গ মানে আর কিছু নয়,খাবার দেওয়া বেড়ে,
বাইরে মধু খেয়ে মাছি শোবার ঘরে ফেরে।
শোবার ঘরে পুরুষই সব, নারীর মৌনব্রত,
অনিচ্ছেতেও মাছির কামড় সর্বদা স্বাগত।
স্বাগত না হলোই যদি, চড়চাপাটির দাগ,
আইনবলে বেআইনি নয় জোর করে সোহাগ।
সকালবেলায় গেরস্থালির চেনা যাপনগীতি
সিঁথির সিঁদুর , রাতের ব্যাপার যদি বলে দিতি...


বলবে না সে সিঁদুর কথা, নিরুক্ত লজ্জায়,
মাছির কাছে ফুলেরা এক যে কোনো শয্যায়
কোনটা যে সুখ কোনটা অসুখ ভগবানই জানে,
ফুলেরা সব সহ্য করে শান্তি রাখার ভানে...


আর্যতীর্থ