। ষড়রিপু।


।কাম।


ভ্রণে খুন হওয়া থেকে বেঁচেও বাঁচেনি,
বালিকা তো শিশু নয়, শুধু কচি যোনি।
সুযোগের কত মুখ ,চেনা আধাচেনা,
ছুঁয়ে দিতে এই দেশে কারণ লাগেনা।
আদর আর লালসার তফাত কোথায়
সেইসব বুঝে নিতে বেলা বয়ে যায়।
শৈশব নেই কোনো বালিকার কাছে,
ধর্ষণ অসুখ আজ ভীষণ ছোঁয়াচে ।


।ক্রোধ।


দপ করে জ্বলে ওঠে যেখানে সেখানে
রাগ কাকে বলে সেটা পোড়া বাস জানে।
আর জানে চোর বলে যে যুবক ধৃত
( থেঁতলিয়ে না মারলে ঠিক বলে দিতো)
পরিজন মরে গেলে দোষী ডাক্তার
শোকের অধুনা নাম বেধড়ক মার।
বন্ধুর ঝগড়াও ডাকে মৃত্যুকে
অক্ষম ক্রোধ জমে আজ সব বুকে।


।লোভ।


বাড়ি গাড়ি ব্যাংকে টাকা উপচে ওঠে নেতার
কোন প্রদীপের জিনের কৃপা, খোঁজ রাখে আর কে তার।
রোজ সকালে মাপতে বসেন কটা সিঁড়ি বাকি,
তাঁর ভাগে সব উন্নয়নই, দেশের বেলায় ফাঁকি।
সব ঘোটালা আর জালিতেই তার কিছু ভাগ থাকে
মাছের গন্ধ ঠিক ঢেকে যায় ক্ষমতাসীন শাকে।
যতই মেলে বখরা লুটের,পাঞ্জা বেড়েই চলে,
স্বপ্ন দেখেন দেশকে আস্ত গিলে খাবেন বলে।


।মোহ।


চালের দামটি উর্ধ্বমুখী  নেটের খরচ পড়তি,
বাস্তবিকের মুখে আগুন , নেটদুনিয়াই সত্যি।
চিন্তাবিনা ধিনতা নেচে ভাইরাল হয় গুল,
চব্বিশ সাত বুকনি ঝাড়ি চুলকে বাহুমূল।
টাওয়ার ডাউন থাকলে পরেই মেজাজ চড়ে আপ
জিবির হিসেবখাতায় লেখা দিনযাপনের মাপ।
বন্ধ নেটে ধন্দে পড়ে আঁধার দেখে চোখ,
নেটের আমি নেটের তুমি, নেটের তাবত লোক।


।মদ।


সোজা মানে ধরলে পরেও তার মহিমার জবাব নেই
বোতল গিলে বোতল হাতে কিনতে বোতল হত্যে দেই।
তলিয়ে যদি ভাবো তবে মদের মানে অহংকার,
অভাব যতই বাড়ে ততই জোগান বাড়ে বরং তার।
শংসাতে নয় , বংশে রাখে দেশের লোকে মান লিখে
বাপ পিতেমো’ই আসল ব্যাপার শিক্ষের দাম পাঁচসিকে।
ধর্ম এবং জাতের নামে ফুঁকছে সবাই জোর শিঙা,
ডোবাস আমার নৌকাটা তুই, আমিও ভাঙি তোর ডিঙা।


।মাৎসর্য্য।


পড়শীর বড় টিভি , হাঁই হাঁই অমনি,
অ্যামাজনে কিনে ফেলে তবে বসে দম নি।
বন্ধুর মুঠোফোনে ফ্রন্টক্যাম ঘ্যাম তো,
দোকানীরে গিয়ে কই, আরো ভালো দ্যান তো।
এর দেখে ওর দেখে কেনে আজ সব্বাই,
সত্যি কি লাগে সেটা ভেবে কোন লাভ ভাই?
ব্যাংকের পাশবই, রোজ আরো দীন সে,
ক্রেডিটের সীমারেখা ছাড়িয়েছে হিংসে।


আর্যতীর্থ