।শব।


মৃতদেহ হয়ে গেলে কারো সাথে কারো ভেদ নেই,
জাতি আর ধর্মরা একাকার হয়ে পচা মাংস কেবল,
নারী ও পুরুষ নেই, পীত কালো ফর্সারা কদিনেই
নামহীন জীবাণুর ঢেঁকুরের সাথে মেশা হজমীর জল,
কংকাল কোটরে বাসা বাধা পোকারা ভারী নির্বিবাদী,
জানতে চায়না তারা জীবিত মানুষের জাত ও পদবী,
রাজা রাণী অপ্সরা নেতা সন্ন্যাসী থেকে মহাঅপরাধী
অবধি সকলের মৃত মাংসে তারা ঠিক সম পরিমান লোভী,
গপগপ খেয়ে যায় যতদিন হাড়মাস  থাকে কিছু পড়ে।
তখতের কাজিয়ায় আজীবন বৈরীরা শব হলে সবই হারায়
অমোঘ পচনভয়ে অতি প্রিয় সাথীরাই তাড়াহুড়ো করে
কাঁধে তুলে নিয়ে গিয়ে  শ্মশান কবরে নিয়ে অমনি দাঁড়ায়,
মহাসমারোহ হোক, কিংবা একলা লোক,  নিয়ম সবার একই,
মৃতকে হটাও সামনে থেকে, তারপর স্মৃতিটায় মালিকানা থাক,
ঘটনা দুর্ঘটনায় কটাদিন পরে পেলে সব শব একই দেখি
যেন, জীবন চায়না কোনো মৃতদেহ পৃথকের সম্মান পাক...


আর্যতীর্থ