। সাদা কালো।


ও রামধনু , সাতটা রঙের মধ্যে কোনটা প্রিয়?
ধনুক বলে মুচকি হেসে, নয় ওরা একটিও।
লাল বেগুনি হলুদ সবুজ ওসব ভাবো তোমরা
গেছো ভুলে সব রঙেরই সাদাতে প্রাণভোমরা
জলের ফোঁটায় আলোর ছোঁয়ায় মাতো বাহার দেখে
জল ঝরলেই সাদায় ফেরে রঙেরা প্রত্যেকে।
কাজেই আমি বোকার মতো বাছতে যাবো কেন?
আমার কাছে আলাদা নয় রঙেরা একজনও।
ও রামধনু,তার মানে কি তোমার প্রিয় সাদা?
ধনুক বলে সাদার সাথে আমার জীবন বাঁধা।
কিন্তু যদি প্রিয়ই বলো , কেবল সাদা নয়,
মেঘ না হলে জানতো কে গো আমার পরিচয়?
যে মেঘ থেকে বৃষ্টি এসে রামধনু চমকালো,
তার কালো কি পারি বলো না বেসে আর ভালো?


রামধনু তো গেলো চলে এসব কথা বলে,
আমি ভাবি ভালো হতো মানুষ এমন হলে।
আমরা এখন মানুষ তো নই,শুধুই রঙের গোলাম
মেঘ সূর্যের আদর পেয়েও আমরা এমন হলাম।
তোমার ঘরের দেওয়াল কি রঙ আড়চোখেতে দেখে
পড়শীরা সব বন্ধু কিংবা বৈরী হতে শেখে।
গেরুয়া রোজ অস্ত্র শানায়, সবুজ জমায় বিষ,
একটা রঙের চাই পৃথিবী ,তুলিরা নিশপিশ।
কিন্তু ভাবো, একরঙা ওই  চশমা খুলে নিলে,
কাটতো জীবন রামধনুতে দিব্যি মিশে মিলে।
সব শিশুরাই বর্ণবিহীন আজ যারা জন্মালো,
মরার পরে সবরঙেরাই একই নিকষ কালো।
মাঝের সময় একখানা রঙ দাপিয়ে যদি বেড়ায়
তার মানে সে জীবন থেকে রামধনুকে ফেরায়,
ও রামধনু, সাতখানা রঙ মিশিয়ে মনে দিও,
মানুষেরও হোক না এবার কালো সাদাই প্রিয়।


আর্যতীর্থ