। সেলিম।


বাহ রে সেলিম, যাহ রে সেলিম ছিটকে দিলি ছক,
সবে সবে শান দিয়েছে মৌলবাদের নখ।
অমরনাথের পথের ধুলো রক্ত মেখে লাল,
কুমীর বলে তারাই চেঁচায় কাটলো যারা খাল।


বাহ রে সেলিম , যাহ রে সেলিম, সামান্য ড্রাইভার,
যার থেকে তুই হিন্দু বাঁচাস, তোর ধর্মই তার।
ভুল বললাম, গলতি হলো, মাফ কর গোস্তাকি,
মানুষ মারা শয়তানদের ধর্ম থাকে নাকি?


বাহ রে সেলিম, বাহ রে সেলিম, সেলাম করি তোকে
আমার দেশটা কেমন দেখাস আঙুল দিয়ে চোখে।
নিশুত রাতে ভক্ত খেতে মৃত্যু বাড়ায় হাত,
ইনসাল্লাহ'য় ভরসা রাখেন স্বয়ং অমরনাথ।


বাহ রে সেলিম, বাহ রে সেলিম, কাশ্মিরী মুসলিম,
মানুষ সবাই সবার আগে, বাকি ঘোড়ার ডিম।
গেরুয়া আর সবুজ মানুষ শত্তুর সবখানে,
দেখিয়ে দিলি মারপিট নেই আল্লাহ ভগবানে।


বাহ রে সেলিম, বাহ রে সেলিম, আমার দেশের লোক,
সব ধর্মেই তোরই মতন কোটি সেলিম হোক।


আর্যতীর্থ