। সংখ্যাগুরু।


দেখো হে, এটা নামেই ভদ্রলোকের খেলা, ভেতরে ভীষণ যুদ্ধ
মাঠের ভেতরে পাত্তা পাবে না শান্তির দূত যিশু বা বুদ্ধ।
পিচটাকে ঠিক বানাবো এমন, বল পড়লেই  ঘূর্ণি ঘুরবে
ঠিকঠাক শুধু বল করা চাই, উইকেট  প্রতি ওভারে  উড়বে।
এমনিতে বেশ খাতিরেই রেখো, সংখ্যায় ওরা এমন কি বেশী
খেলার মাঠটা আমাদের জমি, ওরা তো নেহাত অতিথি বিদেশী।
ওদের দেশেতে আমরা থাকলে, পিচটা ওদের মতই বানাবে
আমাদের যারা পাকা খেলোয়াড়, তাদের ওপর অস্ত্র শানাবে।
এবারে পেয়েছি ব্যাটাদের বাগে, মুখে মুখে সব সুবিধাই দেবো
খেলতে নামিয়ে আমাদের পিচে ভূমিপুত্রের সুবিধাটা নেবো।
এরকমই চলে এসব খেলায়, সবাই সমান কেন হতে যাবে
সংখ্যাগুরুরা যে কোনো ভাবেই একটু আধটু সুবিধা তো পাবে!
খেলতে দিচ্ছি এটাই তো ঢের, সেটাও কেমন দেই হাসিমুখে
সমর্থকেরা প্রবল চেঁচিয়ে হারার ভয়টা পুঁতে দিক বুকে।
আম্পায়াররা বিচার করবে লিখেছে যেমন খেলার আইনে
ধরা পরে যাবো বেকুবের মত কারচুপি হলে বলের শাইনে।
অন্য সবার চোখে ধুলো দিয়ে দিব্যি সাজবো আইনরক্ষক
ব্যবস্থাপনায় পাবেনাকো  ত্রুটি ,  দেখুক না এসে পর্যবেক্ষক।
তার চেয়ে দেখো তৈরী রেখেছি নিজের মতন পিচ ঘাস ছেঁটে
এবার লঘুরা দেখাও তো বাছা টিঁকবে কজন এই উইকেটে।
পিচটাই হল আসল লড়াই, পিচ গড়ে দেয় খেলাটার ভিত
আমাদের মত পিচটা করেছি,এবারে ওদের হার নিশ্চিত।


আর্যতীর্থ