। রঙ।


কিছু কিছু শব্দের মধ্যে ঢুকে গেছে এত বেশী একপেশে রঙ
সাদাকালো ভাবনারা ভয় পায় ধারেকাছে ঘেঁষতে তাদের।
জনতার চোখে পড়ে নেতাদের মালিকানা ঢং,
ভয় আর ভক্তির নানান প্রলেপ পড়ে মানেই বদলে যায় সেই শব্দের।
বিপ্লব বললেই টকটকে লাল আমাদের মাথায় ঢোকে
বন্দেমাতরমে তেরঙা নয়, সবুজ বা গেরুয়া দেখি বিচারের বিভিন্নতায়,
মা ও মাটির রঙ কখন যেন সাদানীল হয়ে গেছে আমাদের চোখে,
সুদিন কথাটা বললেই নির্ভেজাল গেরুয়া চোখের সামনে এসে যায়।
আসলে, ওই শব্দগুলো আর শুধু শব্দ নেই, ওরা মন্ত্র হয়ে গেছে।
নানান যুগে , নানান নেতার, দেশ এগোবার স্বপ্নগুলো ওদের মধ্যে ধরা,
লক্ষ মানুষ এ শব্দদের বুকের মধ্যে ধরে মিছিল হয়ে পথে নেমেছে,
কোটি মানুষের আশা, ভরসা, ক্ষোভ, দুঃখ , হতাশা ও উল্লাস এসব শব্দে ভরা।
তাই, রঙেরা থাকবেই। এসব শব্দ ফিরে সাদাকালো হবেনা আর কখনো ইতিহাসে,
বিপ্লব থাকবে লাল, মাটি নীলসাদা , বন্দেমাতরম সবুজ আর সুদিন গেরুয়া হবে ,
হযতো যুগের সাথে আরো একরঙা শব্দ ছেয়ে যাবে আমাদের চারপাশে,
আমি শুধু রোজ ভাবি , রামধনু রঙ দেবে , এমন শব্দ কেউ খুঁজে পাবে কবে।


আর্যতীর্থ