। রাধার দাম।


কষ্ট করে কেষ্ট মেলে রাধা মেলেন কিসে?
কি দাম দিলে সই পাবো গো জ্বলতে প্রেমের বিষে?
সবভোলা ওই রাইয়ের পিরিত কি দাম দিলে মিলতে পারে,
জ্বলন্ত যে  অমরজ্যোতি প্রেমিকবিহীন অন্ধকারে,
কেউ জানো কি?
নয় জানকী নয় দ্রৌপদী,
সব বিপদই এড়িয়ে যাবার,
পেরিয়ে ভাবার বন্য সাহস,
প্রেমকে ডেকে ধমকে বলা,
একটু যদি কানু ছেড়ে অন্যথা হোস,
শত্রু বনা আপনজনের,
বিনভরসার আবেগঢেউয়ে সমর্পণের
মূল্যটাকে বিচার করে কোন সদাগর?
আমার জন্য অমন ডাগর আঁখি যদি প্রহর জাগে ,
অনুরাগে কান পেতে দেয় রাতআঁধারে বংশীবাদন শুনবে বলে,
একশো জীবন দাসত্বকে দিতেই পারি লিখে  নারীর পায়ের তলে।
কিন্তু বাঁশি শুনবে কি সে?
কেষ্ট চেয়ে কষ্ট করা বাঁশির আওয়াজ যায় মিলিয়ে কোলাহলে...


আর্যতীর্থ