। প্রদীপ।


বৃদ্ধ প্রদীপ নিভে যেতে যেতে  শিখা বেঁটে যান।
তাবত আঁধার তিনি করেছেন পান, নিরালা সলতে জানে   তাঁর প্রতি দহনে লেখা কত জ্বালা,
এইবারে এলো তাঁর ঘুমানোর পালা।


আলো যাক ঘরে ঘরে ,সাধ ছিলো তাঁর।
সকলেই স্বাদ পাক স্বাধীনতার , সে স্বপ্ন দেখে দীপ লক্ষ প্রদীপ আরো চেয়েছেন পথে,
তেজী ঘোড়া যেন জোতে পুবযাওয়া রথে।


আঁধার শত্রু তাঁর, বারেবারে দীপাবলী করেছেন দাবী।
প্রগতি যে এদেশের সবখোল চাবি, সেই কথা বলেছেন আঁধারলড়াকু ডাকে আলোর দিশারী,
যেজন পথিক হবে , সেই তাঁর শিখাদের ভাবী অধিকারী।


প্রদীপ আড়ালে রেখে নিয়ে তাঁর শিখা,
কারা যেন দেশ জুড়ে আনে বিভীষিকা, যেন কোনো উন্মাদ সাধ করে দাবানলে জ্বালে নিজগৃহ,
প্রদীপ কি চেয়েছেন ভুলে গেছে কি ও?


বৃদ্ধ প্রদীপ মুছে যেতে যেতে তবু বলেন শিখাকে,
এই দেশে সব ঘরে যেন আলো থাকে। দাবানল ইতিহাস যত ঢেকে দিক,
পথ খুঁজে নেবে ঠিক আলোর পথিক।


প্রদীপকে ভুলবে না কোনো নাগরিক...


আর্যতীর্থ