। প্রিয় রঙ।


তোমার প্রিয়  রঙটা বোধহয় জানি
'বোধহয়', কারণ ঘুরিয়ে ফিরিয়ে পরো
সব রঙেতেই দিব্যি দেখায় তোমায়
এটাই  প্রিয় বলোনি তা একবারও।
আসলে  তোমায় যখনই স্বপ্নে দেখি
এই রঙটাই বারে বারে ফিরে আসে
অবচেতনায় কখন গিয়েছে ঢুকে
তাই প্রিয় রঙ ধরে নিই অনায়াসে।
ভাবতেই পারো এত ধরে নেওয়া কেন
জানতে চাইলে কি এমন হয় ক্ষতি
এত কথা নিয়ে ধানাই পানাই করি
রঙ নিয়ে কেন খামোখাই হুজ্জতি!
আসলে আমি জানতে চাই না,কারণ,
উত্তর যদি না মেলে আমার সাথে
ঢোঁক গিলে নয় সেটা মেনে নেবো আমি,
স্বপ্নকে আর পারবো কি পালটাতে?
সেখানে তো তুমি ওই রঙ পরে সাজো
তোমার কথারা সেখানে কবিতা হয়,
প্রেক্ষাপটের আমূল বদল হওয়া
এ বয়েসে সেটা মোটে ভালো কথা নয়।
প্রেম ঝগড়ার খিটিমিটি খুনসুটি
বহতা থাকুক রোজের জীবনখাতে
বাকি রঙেদের হিসেবের ফাঁকগুলো
প্রিয় রঙে সেজে মিলে যাক এসে রাতে।
আমার স্বপ্নে তোমার প্রতিমা আঁকা,
কল্পনা মাখা এই প্রিয় রঙ দিয়ে
জীবন যখন সাদাকালো হয়ে যাবে
তোমাকে ফেরাবো সেই রঙ খুঁজে নিয়ে।


আর্যতীর্থ