। প্রাইভেট কলেজ।


বোকাবাক্সতে বোকা বোকা চোখ , আঙুলে চ্যানেল সাফারি,
সিরিয়াল মাঝে ফাঁক খুঁজে নানা স্বপ্নকে বেচে ব্যাপারী
ছেলেমেয়ের পড়া আহা বাবা মা'রা চিন্তিত কেন অত,
গজাচ্ছে দেশে কত না কলেজ , উলুখাগড়ার মতো।
ক্যাম্পাস দেখো কত শো একর, ময়দানবীয় বাড়ি,
ফুৎকারে নিয়ে যাবে হে বিদেশ, চলে এসো তাড়াতাড়ি।
দক্ষিণা বটে কিঞ্চিৎ বেশী, দশ বিশ ত্রিশ লাখ,
তাতে কি হয়েছে, তুমি কি চাওনা বাছা দুধেভাতে থাক?
ঘরের কাছের কলেজে ভর্তি এককালে ছিলো ভালো
রাজনীতি জালে হাঁসফাঁস করে আজ তারা অগোছালো
দুই চারখানা টিকে আছে যারা  নামডাক কিছু নিয়ে
নব্বই নিচে নম্বরী হলে কোনো লাভ নেই গিয়ে
সুতরাং দেখো সিরিয়াল ব্রেকে কলেজের ছড়াছড়ি
এন আর এই কত প্রাক্তনী করে স্বপ্নের সদাগরি
সত্যি কি ভালো? মিলিয়ে মিশিয়ে নানা কথা বলে লোক
তুমিও নাচার, সবাই তো চায় সন্তান কিছু হোক।
ওপরের দিকে ওঠার রাস্তা বড় পাথুরিলা আজ,
ভবিষ্যতের কালো মেঘ ভেবে সবার কপালে ভাঁজ।
প্রাণপাত করে জমানো আধুলি শিক্ষাতে তাই ঢেলে,
প্রার্থনা করি অধরা মাধুরী যদি ভাবীকালে মেলে
এটুকুই শুধু মা বাবারা পারে, তারপরে চলা নিজে
জানিনা কতটা ফলবে ফসল, এত দামে কেনা বীজে।


আর্যতীর্থ