।প্রেমিক।


আলমারি থেকে এবার বেরিয়ে আয়।
আমার দেওয়া সেই গোলাপী পাঞ্জাবীটা পরে,
গটগট হেঁটে চলে আয় আইনমানা মানুষের দুনিয়ায়।
আর বন্ধু নই আমরা, আর তোকে আমাকে পাত্রী দেখার ভান করতে হবে না,
প্রেমিক বললে অন্তত পুলিশ আদালত কিচ্ছুটি বলবেনা।


যেদিন প্রথম আমার ঠোঁট এগিয়েছিলো তোর ঠোঁটের দিকে,
হয়তো সেইদিনই সিরিয়াতে দায়েশের দানবরা পাথর মেরে খুন করেছে দুই প্রেমিককে
চেচনিয়ায় ভালোবাসার অপরাধে আমানুষিক অত্যাচারে মরে যাচ্ছে যুবক,
হয়তো সেদিনই, আমাদের ঈশ্বরবিরোধী আখ্যা দিয়েছেন কোনো ধর্মপ্রচারক।


অথচ ইতিহাস আমাদের কথা লিখে রেখে গেছে চুপচাপ।
হিয়েরোগ্লিফিক্স আর হরপ্পা জানে, আদি থেকে ছিলোনা লেগে  প্রেমিকের গায়ে কোনো পাপ ,
অন্ধ ধারণায় সবাইকে এক ছকে ফেলে সমপ্রেম অপরাধ বলা এসেছে তো পরে,
আমরা পুড়েছি, ভেঙেচুরে গেছি, তবু অধিকার চেয়ে থামিনি এ কঠিন সফরে।


তত্ত্ব এসব পরে হবে খন, তুই আলমারি থেকে আয় বেরিয়ে,
দেখ আজ মাতৃভূমি আমাদের ভালোবাসা স্বীকার করেছে কালো অতীতকে পেরিয়ে।
গোলাপী পাঞ্জাবীটা পরে আয় এক্ষুণি, বৃষ্টি মাথায় নিয়ে দুজনে বেড়াবো ,
হাতে হাত, গায়ে ঘেঁষে গা, শহরের বুকে চল ছাপ রেখে যাবো।


বহুযুগ পার করে আজকে সূর্যটাকে প্রেমিক চেনাবো...


আর্যতীর্থ