। প্রেমিক।


সিংহাসন থেকে তাঁর শোঁওওও করে নেমে এসে
আগামীর পথে নিজে হাতে ঝুলিয়ে দেওয়া বড় জিজ্ঞাসা,
বোকার মতন তাঁর উচ্চাশা   ধুলোয় লুটিয়ে দেওয়া
ঠাসবুনোট ব্রেকিংখবরে টানটান হয়ে বসে দেখেছো সবাই।
একে ওকে গা টিপে গড়িয়ে গিয়েছো;
এইভাবে কাউকে নিজেকে জবাই করতে দেখোনি সম্প্রতি। খরস্রোতা নদী যদি হঠাৎই পাল্টে ফেলে গতি হতে চায় নিস্পৃহ দীঘি,
তাতে তো অবাক লাগে ঠিকই।


তোমরা ঘাঁটছো তার উত্থানের কাহিনী,
নীতি ও দুর্নীতি নিয়ে জাহাজী খবর বাঁটে আদার ব্যাপারী বসে ফেসবুক পেজে।
সকলেই সব জানে, কোথায় কে দিয়ে দিলো পাকা ধানে মই, সে ব্যাপারে মুখবই বোধহয় মানাবে হার সঞ্জয়কেও,
দিব্যদৃষ্টি আজ সকলের পকেটে মুঠোফোনময়।


চুলচেরা বিচারে কেউ দিলো যাবজ্জীবন নির্বাসন তাঁকে সরোষে,
কেউ বাঁকা শরীরী টিপ্পনি সরসে ছড়িয়ে দিলো অন্তর্জালে।
কি আছে এরপর তাঁর কপালে, তাই নিয়ে নানামুনি নানান চ্যানেলে বসে আগামী দেখেন।


শুধু চোখের সামনে থাকা একরোখা প্রেমিককে কেউ দেখলো না।


আর্যতীর্থ