।পথ চলা।


কিভাবে বুঝছো আজীবন এক থাকবে চলার পথ?
মোড় ঘুরলেই বদলাবে কিনা বলবে ভবিষ্যত।
আজকে আমরা পাশাপাশি হাঁটি,একদা আগন্তুক,
কে জানে কালকে কোনখানে নেবে ভাগ্যের কৌতুক।


পিছু ফিরে দেখো, জানতে কি তুমি এপথে আসবে হেঁটে?
কোথায় চলেছো সেই ভাবনাতে কতো দিন গেছে কেটে।
সাথী যারা ছিলো সুদূর অতীতে ,আজ কয়জন কাছে?
সব পথিকের চরৈবেতির রাস্তা আলাদা আছে।


তোমার আমার রাস্তা মিলেছে, এসো হাঁটি পাশাপাশি,
আগামীর কথা কালকে ভাববো , আজ হয়ে গেলে বাসি
অতীত এবং ভাবীকাল নিয়ে বড় বেশি ভাবে লোক
বর্তমানের গল্পগুজবে স্মৃতিরা তৈরী হোক।


হয়তো দেখবো দুজনে দুদিকে যাবো সামনের মোড়ে,
তাই বলে কি মিছে হয়ে যাবে চলা এতদিন ধরে?
স্মৃতির লাগেজে মন ভারী করে যাত্রা ভিন্ন পথে,
ভাগ্য চাইলে দেখা হয়ে যাবে আবার ভবিষ্যতে।


আর্যতীর্থ