। চিঠি।
নতুন বছর,ভাবছি তোমায় চিঠি দেবো আসার আগেই,
ব্যাপারস্যাপার জানলে ভালো আগে থেকে।
যুগ পড়েছে এখন কালো, মেঘের কালো ভেবো না তা,
এই কালিমা লজ্জাকালো, একটু খুঁজে পাইনা ভালো,
ভগবানও অন্ধকারে মুখ রয়েছেন ঢেকে।
এই যে গেলো পুরনো সাল, খবর দেবে সেও তো তোমায়,
নেই ভালো নেই আমরা এখন,
লোভ লালসা হামলে পড়ে আখের গোছায় সুযোগ বুঝে
সবাই এখন শিখে গেছে মুখ ঘোরাতে অন্যদিকে পকেট খুঁজে দাও যদি ঠিক দামটা গুঁজে।
পয়সা এখন সবার ওপর, পয়সা এখন আইন লেখে,
জামিন নাকি ফাঁসি হবে ঠিক হয়ে যায় পয়সা দেখে।
নতুন বছর, দেখবে এসে দিনগুলিতে রক্ত মাখে কেমন রোজই;
আজ সিরিয়ায় কাল প্যারিসে, রক্ত ঝরায় গরম সিসে,
মানুষ এখন মানুষখেকো, রক্ত এবং মাংসভোজী।
মরছে মানুষ নির্বিচারে, মারতে আরো বেশী করে বোমার সাথে যাচ্ছে মানুষ ফেটে,
তোমার হাতের একটাও দিন কাটে যদি রক্তবিহীন জানবে সেদিন ভালোই গেছে কেটে।
গিলে খাওয়া এই আঁধারে আজও কিছু স্বপ্ন দেখার মানুষ আছে;
আজও কত মানুষ বাঁচে আলোর রেখা দেখার আশায়,
আজও মানুষ ভরসা রাখে প্রেম শান্তি ভালোবাসায়।
নতুন বছর, একটি শুধু আর্জি আছে তোমার কাছে,
এই বছরে স্বপ্ন দেখার এসব মানুষ যেন আরো আশায় বাঁচে।
আর্যতীর্থ