। ভিক্ষুক।


( ধৃষ্টতা মার্জনা করবেন কবি জীবনানন্দ)


অঞ্জলি ভরে প্রেম দাও কিছু আমার ভিক্ষাবাটিতে
আমি পারবো না এই পথ ধরে হাজার বছর হাঁটিতে।
বিদর্ভ থেকে শ্রাবস্তী হয়ে অবশেষে এলে নাটোরে
প্রেম চাইলেই ভাগ্য বলেছে আরও সম্মুখে হাঁটো রে।
আর কতকাল রাতের আকাশে বিদিশার স্মৃতি খুঁজবো,
বনলতা সেন, মুখোমুখি বোসো, তারপরে প্রেম বুঝবো।


অন্ধকারের আড়ালে থেকেছো তোমায় খুঁজেছি যতবার
কত রাজা এলো কত রাজা গেলো অশোক ও বিম্বিসার
সাগরের ফেনা ডেকে হেঁকে বলে কোথা যাও অভিযাত্রী
দারুচিনি দ্বীপে তোলপাড় করে খুঁজে গেছি দিনরাত্রি,
গলাজলে ডুবে পিপাসার সাথে আর কতযুগ যুঝবো,
বনলতা সেন, মুখোমুখি বোসো, তারপরে প্রেম বুঝবো।


পরিব্রাজক ক্লান্ত হয়েছে,   এবারে  বোধহয় থামবে
রোদ্দুর তবু  প্রতি সন্ধেতে চিলের ডানায় নামবে।
সব পাখি যদি ঘরে ফিরে আসে সব সন্ধান কেন নয়,
আর কতকাল আলোরা করবে আঁধার খোঁজার অভিনয়?
কিছু প্রেম দাও,কিছুটা শান্তি, যার বুকে মুখ গুঁজবো,
বনলতা সেন, মুখোমুখি বোসো, তারপরে প্রেম বুঝবো।


আর্যতীর্থ