। আগুনবাজার।

বড্ড ফ্যাচাং ঘ্যাচাং করে ট্যাক্সো কাটে সরকারে
বাজার আগুন নিত্যনতুন সব্জিপাতির দর বাড়ে।
মৎস্য খরিদ করতে গিয়ে খাচ্ছি খাবি বিন জলে
আলুপেয়াঁজ ছেড়েছি আজ কলমিশাকে দিন চলে।
মাংস এখন পাঁচশো টাকা দূরের থেকেই জিভ চাটি
বাতাসা আর শুকনো মুড়ি, তাই খেয়ে নেই একবাটি।
মাছওয়ালাটা দেখছে হেসে মৎস্য খাওয়ার চ্যাংড়ামি
খ্যাংড়া মেরে নিচ্ছে কেড়ে ট্যাংরা খাওয়ার হ্যাংলামি।
আড়বোয়ালের চড়া দরে চোয়াল হল শক্ত খুব
দুই পকেটে হাতড়ে বেড়াই টংকা কোথায় দিচ্ছে ডুব।
পটল কিনতে ফাটলো পকেট রুমাল দিয়ে মুছছি চোখ
ঢ্যাঁড়স ঝিঙ্গে ফুঁকছে শিঙ্গে কিনতে গিয়ে গিলছি ঢোঁক।
ডিমটা শুধু একই আছে এই বাজারেও নাগাল পাই
ডাক্তারে যে করলো বারন হায়রে এখন কোথায় যাই।
এরই মাঝে গ্যাসের দেখো তুলেই দিলো ভর্তুকি
পেট ভরাতে চিবাই বসে জলের সাথে হরতুকি।
হাতের বাইরে যাচ্ছে সবই শুঁকবো শুধুই গন্ধ কি
করতে বাজার এরপরে তো গয়না হবে বন্ধকী।
আগুন দামে দিচ্ছে ছ্যাঁকা বাড়ছে আরও ডিপ্রেশন
কাগজ খুলে যখন দেখি কমছে নাকি ইনফ্লেশন।

আর্যতীর্থ