। আদেখলা।

বড্ড একলা লাগছে হঠাৎ, হাতটা একটু ধরবে?
বেশীক্ষণ নয়, ঠিক হয়ে গেলে চলে যেও বিনদৃকপাত
আদেখলাপনা আমার মতো কখনো কি কেউ করবে?
এখনো গলছি তোমার জন্য, তুমি যথারীতি ইস্পাত।

চিরকাল দেখি এমনটি হয়, ইতিহাসও তাই বলছে,
প্রেমের ছোঁয়াতে কেউ গলন্ত, কেউ সয়ে নেয় দিব্যি,
মথুরাতে যান নিদ্রা কানাই, রাধিকা ব্রজতে জ্বলছে
সমানে সমানে কখনো হয়না প্রেমপিরিতির কাব্যি।

মন কষাকষি ঝগড়ার দিনে আমি বরাবর ব্যাকফুট
তোমার নিটোল রুটিনে তা বলে নড়চড় নেই একচুল
ঝড় শেষ হলে মুঠোফোনে লিখি সমর্পনের চিরকুট
বিনা নীল টিকে বুঝে যাই তুমি আপন কর্মে মশগুল।

আজকে যদিও ঝগড়া হয়নি চারিদিক বেশ ঠিকঠাক
প্রেমের সময় হয়ে গেছে শেষ অন্য কাজেরা ডাকছে
একটু থাকার আকুতি জানাই যদিও ঠোঁটেরা নির্বাক
কঠিন রুটিনে আদেখলাপনা প্রেমের জায়গা রাখছে।

আর্যতীর্থ