। আকাশ।

আমার ইজেলে ছবি এঁকে নাও তোমার মনের রঙে
তুলিরা আঁকুক যেমনটি চাই তোমার শেখানো ঢংয়ে।
আকাশ আঁকলে আমি দেখে নেবো কোন রঙে আঁকো মেঘ
জানোই তো মেঘ কালো করে এলে বেশী হয় উদ্বেগ।
পেঁজা পেঁজা তুলো শরতের মেঘে শিশুরা খেলছে যেন,
পারো যদি তবে ছবির আকাশে সেই খুশীটাকে এনো।
অবশ্য তুমি আকাশই আঁকবে, সেটার স্থিরতা কই?
মোটেই ভালোনা আন্দাজ করে করা এত হইচই।
আসলে তোমায় যেটুকু চিনেছি তাতে বুঝে গেছি আমি
আমার মতোই তোমারও রয়েছে ওড়বার পাগলামি।
ডানা মেলবার ইচ্ছে থাকলে ছবিতে আকাশ থাকে
জীবন যতই ঘাড় গুঁজে দিক মেঘেরা স্বপ্নে ডাকে
যদি দেখি তুমি আকাশ না এঁকে,  আঁকো চেনা ঘরবাড়ি,
বারান্দার ওই রেলিঙ আদলে দিব্যি বুঝতে পারি,
এ তো সেই বাড়ি,  দুজনে  কুজনে যে বাড়ি স্বপ্নে দেখি,
তোমার ছবিতে  সেই বাড়িটাকে তুলিতে এঁকেছো নাকি?
আমি ঠিক জানি, ওই বাড়িটার চারদিকে চোখ দিলে,
কোথাও দেখবো খাঁচাখোলা পাখি ওড়ে আকাশের নীলে।
মানুষের মুখ, শহুরে জীবন, ফুল লতা প্রজাপতি
অতীতের  স্মৃতি, অথবা ঘটনা যা হয়েছে সম্প্রতি,
জানিনা ইজেলে কি আঁকবে তুমি, কোন ছবি মনে ভাবো
আমি শুধু জানি ছবিটাতে ঠিক আকাশ দেখতে পাবো।

আর্যতীর্থ