। ভাসমান।


কবে ছেড়ে গেছো পাড় নিজেও বোঝোনি সেটা,
আসলে পেছনে দেখা অভ্যাসে নেই।
অভ্যাসে নেই রোজ দেখে নেওয়া,
চেনা পাড় আছে কি না আছে,
জোয়ারে গিয়েছো ভেসে ঢেউ লাগতেই।
নিয়ত গিয়েছো ভেবে ওই তো কাছেই পাড়
ফিরে আসা যাবে অনায়াসে
চোরাস্রোতে ভেসে ভেসে গিয়েছো অনেকদূরে
চেনা লোক আজ আর কেউ নেই পাশে।
একদিন অবশেষে সাগরও শান্ত হয়,
সময়ের পলি পড়ে কমে আসে জোয়ারের জোর
এগোতে এগোতে স্রোতে হাড়মাস হলো কালি,
এবার সময় হলো,ফেলবে নোঙর।
অস্ফুট কুয়াশায় দিকগুলো বোঝা দায়,
ঢেউ ওঠে, ঢেউ ভেঙে পড়ে
জলভাঙা শব্দরা অবিরাম বলে চলে,
ফিরে চলো, ফিরে চলো পাড়ে এইবার
অসহায় দূরবীনে   নিস্পৃহ জল নাচে,
কোথায় হারিয়ে গেছে চেনা সেই পাড়।
এবারে চলতে হবে অনুকুল হাওয়া খুঁজে,
চাবিকাঠি যথারীতি নির্দয় ভাগ্যের হাতে
কম্পাস কাঁটাতে লেখা থাকে না ঘরের দিশা
পাড় খুঁজে পেয়ে যাবে যাতে।
আদিগন্ত জলরাশি সঙ্গী তোমার শুধু,
ভেসে যাও,  ভাসবার অভ্যাসে ভেসে নাও যতদিন পারো,
কখনো দেখলে ডাঙা নিশান উড়িয়ে দিও,
কে জানে, মিলতে পারে ঘরও।


আর্যতীর্থ