। আসছে বছর।

নবমী রাত এই পোহালো দশমী স্রেফ যেতে বাকি
মনকেমনের খাতা খুলে পুজোর পাওনা লিখে রাখি।
চারখানা দিন সবাই মিলে সামিল হওয়া এ উৎসবে
বিসর্জনের বাদ্যি বলে ' আসছে বছর আবার হবে'।

কেউ কাটালে ঠাকুর দেখে কেউ কাটালে ঘরে বসে
আসল ব্যাপার মন কতটা ভিজলো তোমার পুজোর রসে
সব বয়েসের খুশীর মজা পুজো ছাড়া আর হে কবে
যাওয়ার আগেই মন বলে দেয় 'আসছে বছর আবার হবে।'

যুগটা এখন অবিশ্বাসের জ্বলছে হাওয়া বারুদ বিষে
জাত পেরিয়ে পুজোর খুশী গেছে সবার রক্তে মিশে।
আয়না সবাই পুজোর তোড়ে ভাসাই ধর্ম জরদগবে
ধর্ম ভুলে বল দিকিনি ' আসছে বছর আবার হবে'

একটা বছর আবার সবাই নিজের কাজে কাটিয়ে দেবো
জীবন যেটুক ঢালবে হাতে লোভীর মতো চেটে নেবো।
একবছরের ময়লা জীবন পুজোর সময় কি ধবধবে
শুদ্ধ মনের প্রার্থনা হোক ' আসছে  বছর আবার হবে'

যতই বয়েস বাড়ুক কেন পুজোয় যেন মাততে পারি
পুজোয় যেন আমি তুমি আমরা হয়ে বাঁচতে পারি।
অক্ষয় হোক দুর্গাপুজো মহামিলনের সে গৌরবে
প্রতি বছর আসুক ফিরে ' আসছে বছর আবার হবে'!

আর্যতীর্থ