। নষ্ট প্রেম।

নিঝুম রাতে ঘড়ির টিকে দুকান ওষ্ঠাগত
মাঝরাতে আর ঘুম আসেনা, হৃদয়জুড়ে ক্ষত।
রাতের কালোয় লজ্জা ঢাকার চেষ্টা করাও বৃথা
বুকের মধ্যে জ্বলছে ধিকি নষ্ট প্রেমের চিতা।

প্রেম দিয়েছি প্রেম পেয়েছি এখনো কি হয়?
প্রেম বলাতে কষ্ট ভীষন, বুকের মধ্যে ভয়।
তার চেয়ে এই অন্ধকারে রাত জেগে যাই প্রেমে
জানলা দিয়ে আকাশ দেখি খাটের থেকে নেমে।

কিছু প্রেমে সুখের থেকে লজ্জা থাকে বেশী
মনের মধ্যে কিন্তু যদি'র বড্ড ঠেসাঠেসি।
রাত যে আমার মন পড়েছে, রাত তাই লজ্জার
নিজের কাছেই করছি নিজের প্রেমের অস্বীকার।

ও চোখে চোখ চাইবো না আর, রাত জাগানির পণ
সামনে এলে সব ভেস্তায়, উড়িয়ে  নিলো মন।
না ওগড়ানো না গেলা এই নষ্ট প্রেমের জ্বালা
সব্বোনেশে দুচোখ করে হৃদয় ফালা ফালা।

কিছু প্রেমে অমৃত না, গরল উঠে  আসে
কিছু প্রেমে শেষের শুরু, নিজের সর্বনাশে।
রাতের কালো, ঘুম দে চোখে, ভুলতে তাকে চাই
নষ্টপ্রেমের আগুনে আজ হৃদয় পুড়ে ছাই।

আর্যতীর্থ