। বিদেশভ্রমণ।

ধানের শিষে শিশিরবিন্দু,  ছোঃ!
সুযোগ পেলেই উড়ান চেপে ভো!
লাদাখ কিংবা  সিমলা  দূরে হট!
দেখতে হবে আল্পসে কত স্নো।

কেরালা বা রাজস্থানও ক্লিশে
ইন্ডিয়াতে নতুন আবার কি সে?
ঘুরতে যদি চাও বাঙালী যেতে
যেতে হবে রোম হেগ প্যারিসে।

চাইলে আফ্রিকাও যেতে পারো
রিক্টারভেল্ট বা মাউন্ট কিলিমানজারো
কেনিয়া বা টানজানিয়া গেলে
যতই দেখো চাইবে দেখি আরো।

ভাবছো আমার মাথাখারাপ নাকি?
মাসের শেষে দোকানে ধারবাকি
এমন সময় বিদেশভ্রমণ কথা
এমন পাগল কোন গারদে রাখি?

আমি বলবো আরে রামো রামো
বলার  আগে একটুখানি থামো
ঘরের থেকে হবে না তো যেতে
সামনে পিছে  ডাইনে কিংবা বামও।

রোজ বিকেলে টিভি খুলে রেখো
ভ্রমণ করার চ্যানেলগুলো দেখো
কল্পনাতে সবকটা দেশ ঘুরে
ঘোলটাকে দুধ মেনে নিতে শেখো।

তারপরে বেশ পকেট টকেট বুঝে
সস্তা দরের হোটেল কোনো খুঁজে
দীঘা পুরী দার্জিলিংয়েই যেও
ধানের শিষের সেই চেনা ত্রিভুজে।

আর্যতীর্থ