।  যুগের হাওয়া।


ঝোপ বুঝে কোপ মারছে সবাই বুদ্ধিশুদ্ধি বেবাক লোপ
কাঁঠালখানা ঝুলছে গাছে তেল মেখে বেশ তৈরী গোঁফ।
সবাই সুযোগ বুঝে
সবাই সুযোগ বুঝে মওকা খুঁজে সেন্টিতে দেন সুড়সুড়ি
মনপুকুরে ভুড়ুক ভুড়ুক  'আমরা ওরা' র বুড়বুড়ি
সবই তলে তলে
সবই তলে তলে গভীর জলে দলে টানার খেলা
কাঁচের ঘরে থাকে যারা  তারাই মারে ঢেলা
পাটকেল মারবেটা কে?
পাটকেল মারবেটা কে নজর রাখে নজরদারের চোখ
সব দলেরই কাছে আছে  চুপ করাবার লোক
তারা খুঁজে বেড়ায়
খুঁজে বেড়ায় কোন বেপাড়ায় ফোঁস করে কোন খ্যাপা
আহা বেফাঁস ওসব প্রশ্নে আছে জবাব দেওয়ার হ্যাপা
তাই মুখ চেপে দাও
মুখ চেপে দাও একটা কথাও বললে ঠেঙাও ধরে
বাঁচতে যদি চাও বাছাধন থাকবে চুপটি করে
এটাই নিয়ম হালে
এটাই নিয়ম হালে যুগের পালে নতুন রকম হাওয়া
শিরদাঁড়াহীন কেঁচোর মত বেকার বেঁচে যাওয়া
নয়তো প্রাণটা যাবে
নয়তো প্রাণটা যাবে টেরটি পাবে উল্টো বলার ফল
বিরোধীদের কাটতে মাথা তৈরী যতেক দল
গনতন্ত্র সেটাই
গণতন্ত্র সেটাই মন্ডা মেঠাই সবটা  নেতার পাতে
বাকি লোকে থাকবে সুখী  বাসী পান্তাভাতে
তাই শান্তি কেনে
শান্তি কেনে বিধান মেনে ছা পোষা সব লোকে
বন্ধ দরজা  দিয়ে তবু ভয় ভেতরে ঢোকে
এমন চলবে কদিন?
চলবে কদিন কেউ বলে দিন জ্ঞানী গুণী যারা
অন্ধকারে আলোর লাগে খুব কড়া পাহারা
আলো বাইরে আসুক
আলো বাইরে আসুক আবার হাসুক সকলে মন খুলে
মত যেন না খুন হয়ে যায় ভিন্ন মতের ভুলে
সেটাই স্বপ্ন দেখি
সেটাই স্বপ্ন দেখি ফলবে সে কি অদূর ভবিষ্যতে
যেদিন গলায় গলায় বন্ধু হবে ভিন্ন দুটো মতে।


আর্যতীর্থ