। বৃষ্টিফোঁটা।

তোমায় ছুঁয়ে বৃষ্টিফোঁটা লজ্জা পেলো খুব
এলোচুলে মেঘ ভেবে সে  টুপ করে দেয় ডুব।
ভুল করেছে বৃষ্টিফোঁটা  মাফ করে দাও তাকে
জানে কি সে তোমার চোখে বিজলি রাখা থাকে?
বৃষ্টিফোঁটার  মেঘমুলুকে জনান্তিকে শোনা
মেজাজ বুঝে তোমার চোখে মেঘের আগাগোনা।
শিশিরগুলি রোজ সকালে তোমার পায়ে মাখে
হিংসে এখন করছে তারা বৃষ্টিফোঁটাটাকে।
টলটলাচ্ছে বৃষ্টিফোঁটা তোমার সুঠাম কাঁধে
বৃষ্টি হল মুক্তোমালা আটখানা আহ্লাদে।
ঘুমপাওয়া রোদ চমকে তাকায় বৃষ্টিফোঁটার দিকে
বৃষ্টিমাখা তোমার কাছে রামধনু রং ফিকে।
বৃষ্টিফোঁটা মাখছে তোমায় আরও পাওয়ার লোভে
কপাল বেয়ে বৃষ্টিফোঁটা দুই ভুরুপল্লবে।
চাইছে হতে সাতনরী হার বৃষ্টি তোমায় ছুঁয়ে
মেঘের ভাঁড়ার নিঃস্ব তোমায় বৃষ্টিফোটা দিয়ে।
মেঘ ফুরোলে বৃষ্টিফোঁটার চক্ষু ছলোছলো
আবার কবে বৃষ্টিফোঁটায় সাজবে তুমি বলো।
আর্যতীর্থ